আমেরিকায় অনুষ্ঠিত রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে যাচ্ছেন না মোদী!

অনলাইন প্রতিনিধি :- সেপ্টেম্বরের ২৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলন। সেই সম্মেলনে যোগদান করার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর কিন্তু শেষমুহুর্তে নাম পরিবর্তন। এই সম্মেলনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের তরফে বক্তা হিসাবে রাষ্ট্রপুঞ্জের তালিকায় মোদীর নাম রাখা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে অন্য প্রতিনিধিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সাউথ ব্লক। প্রধানমন্ত্রীর পরিবর্তে নিউ ইয়র্কে ভারতের প্রতিনিধি হয়ে যাবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাষ্ট্রপুঞ্জের সম্মেলেন তিনিই মোদীর হয়ে ভাষণ দেবেন।