প্রবল বন্যায় বিধ্বস্ত পাঞ্জাব! জলের তলায় হাজারের বেশি গ্রাম, মৃত ২৯
প্রবল বন্যায় বিধ্বস্ত পাঞ্জাব! জলের তলায় হাজারের বেশি গ্রাম, মৃত ২৯

অনলাইন প্রতিনিধি :- পাঞ্জাব ভয়াবহ বন্যার কবলে। এখনো পর্যন্ত প্রাণহানি হয়েছে ২৯ জনের। বিপর্যস্ত লক্ষাধিক মানুষ। সূত্রের প্রাপ্ত খবর অনুযায়ী, পাঞ্জাব সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট এই ভয়াবহ পরিস্থিতিতে এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের প্রায় ১২টি জেলার বিভিন্ন স্থান থেকে ১৫,৬০০-রও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। লাখ লাখ মানুষ গৃহচ্যুত হয়েছেন, হাজার হাজার একর ফসল নষ্ট হয়েছে এবং বিপুল পরিমাণে সম্পত্তি, অবকাঠামো ও গবাদিপশুর ক্ষতি হয়েছে।পাঞ্জাবের রাজস্ব, পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী স. হরদীপ সিং মুণ্ডিয়ান জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যের ১,০৪৪টি গ্রামে প্রায় ২.৫৬ লক্ষ মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। গুরদাসপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ১.৪৫ লক্ষ মানুষ এই দুর্যোগে আক্রান্ত। অন্যান্য মারাত্মক ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে অমৃতসর, ফিরোজপুর ও ফাজিলকা।