প্রবল বন্যায় বিধ্বস্ত পাঞ্জাব! জলের তলায় হাজারের বেশি গ্রাম, মৃত ২৯
সুদানে ভয়াবহ ভূমিধস, মৃত ১,০০০-এরও বেশি! বিদ্রোহীদের আন্তর্জাতিক সাহায্যের আবেদন

আফ্রিকার গৃহযুদ্ধ-বিধ্বস্ত সুদানে ফের এক মর্মান্তিক বিপর্যয়। দারফুর অঞ্চলের মারা পাহাড়ে ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত এক হাজার মানুষ। কেবল একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
রবিবারের প্রবল বর্ষণের পর পশ্চিম সুদানের একটি সম্পূর্ণ গ্রাম মাটির নিচে চাপা পড়ে যায়। সুদান লিবারেশন মুভমেন্ট (এসএলএম) নামের বিদ্রোহী সংগঠন, যাদের নিয়ন্ত্রণে এই এলাকা রয়েছে, সোমবার বিপর্যয়ের খবর জানিয়ে জানিয়েছে—শত শত নারী-পুরুষ ও শিশু ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। মৃতদেহ উদ্ধারে ও ত্রাণ কার্যক্রমে আন্তর্জাতিক সাহায্যের আবেদন করেছে তারা।
প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধ ইতিমধ্যেই লাখ লাখ মানুষকে ঘরছাড়া করেছে। উত্তর দারফুরের অসংখ্য মানুষ সংঘর্ষ এড়িয়ে মারা পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু এবার সেই আশ্রয়স্থলই পরিণত হল মৃত্যুকূপে।
আমেরিকার সরকারি হিসাবে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত দেড় লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তার মধ্যে নতুন এই ভূমিধস সুদানের মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলেছে।
