ড্রেন ও রাস্তা কাটা বন্ধের নির্দেশ,পুজোয় রাস্তা মেরামত, প্রতি ওয়ার্ডকে ১৫ লক্ষ টাকা: মেয়র!!
ড্রেন ও রাস্তা কাটা বন্ধের নির্দেশ,পুজোয় রাস্তা মেরামত, প্রতি ওয়ার্ডকে ১৫ লক্ষ টাকা: মেয়র!!

অনলাইন প্রতিনিধি :-আগরতলা স্মার্ট সিটিতে দুর্গাপুজোর আগে আর নতুন করে কোন ড্রেন ও রাস্তা কাটা ও খোঁড়াখুঁড়ি না করার জন্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার মঙ্গলবার নির্দেশ দিয়েছে। যেসব রাস্তা ও ড্রেন কাটা হয়েছে পুজোর আগে
অতি দ্রুত মেরামত করা ও স্মার্ট সিটি
সংস্কারের জন্য অথরিটিকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মেয়র।মঙ্গলবার পুর নিগমের বিশেষ কাউন্সিল বৈঠকে এই বিষয়টি গুরুত্ব সহকারে উঠেছে।এই সিদ্ধান্তের পাশাপাশি বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া
হয়েছে।সেইগুলির মধ্যে রয়েছে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে পুর নিগমের ৫১টি ওয়ার্ডেই রাস্তা মেরামত, ড্রেন সংস্কার, রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, আবর্জনা পরিষ্কার
করা ইত্যাদি কাজের জন্য সব ওয়ার্ডকে
১৫ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়।
এদিকে প্রেস রিলিজে বলা হয়, পুর নিগমের মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে এই বৈঠকে গত কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্ত এবং গৃহীত পদক্ষেপের প্রতিবেদন পেশ করা হয়। বর্তমান স্মার্ট সিটি প্রকল্পের অবস্থান সম্পর্কে মঙ্গলবারের বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে আর কোন দিকে যেন নতুন করে ড্রেন নির্মাণের জন্য রাস্তা কাটা না হয় সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়। এমনিতেই বৃষ্টিতে আগরতলা শহরের রাস্তার বেহাল অবস্থা হয়। সেইদিকে লক্ষ্য রেখে রাস্তাগুলি মেরামত করার লক্ষ্যে মেয়র দীপক মজুমদার মুখ্যমন্ত্রীর কাছে অতিরিক্ত টাকা বরাদ্দ করার জন্য আবেদন করেছিলেন। মেয়রের আহ্বানে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী টাকা বরাদ্দ করে। সেইদিকে লক্ষ্য রেখে মেয়র প্রতিটি ওয়ার্ড এলাকার রাস্তাঘাট মেরামতের লক্ষ্যে ১৫ লক্ষ টাকা করে প্রদান করার ঘোষণা দেন এই বৈঠকে। বৈঠক সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান দুর্গাপুজোকে সামনে রেখে প্রতি বছরই বিশেষ বৈঠক করা হয় পুর নিগমে। সারা রাজ্য থেকে দর্শনার্থীরা আসে আগরতলা শহরে পুজো দেখতে সেদিকে লক্ষ্য রেখে তাদের পরিষেবা প্রদানের লক্ষ্যে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা এই বৈঠকে আলোচনা করা হয়। পুজোর আগে প্রতিটি রাস্তা মেরামত করা সহ আলোর ব্যবস্থা করার জন্য পুর নিগমের আহ্বানে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী অতিরিক্ত টাকা বরাদ্দ করেছে। সেই টাকা থেকে প্রতিটি ওয়ার্ডে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে যাতে করে রাস্তার ড্রেন মেরামত করা যায় এবং অতিরিক্ত আলোর ব্যবস্থা করা যায়। স্মার্ট সিটির কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। ড্রেনের কাজ প্রায় শেষের পথে যে রাস্তাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি যেন দুর্গাপুজোর আগে মেরামত করা হয় সেই ব্যাপারে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে দুর্গাপুজোর বিভিন্ন নিয়মনীতি মেনে যারা পুজো করে থাকে তাদের পুর নিগম থেকে পুরস্কৃত করা হয় সে ব্যাপারেও আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
পাশাপাশি মায়ের গমন অনুষ্ঠানে শব্দ দূষণ যেন না করা হয় প্রতিটি ক্লাব যেন সেদিকে লক্ষ্য রাখে এ ব্যাপারে আহ্বান জানানো হয় এবং পুর নিগম থেকে গতবারের মতো এ বছরও ঢাক সহকারে বিসর্জনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এই বৈঠকের আগে জেলা সমাজ শিক্ষা পরিদর্শক, পশ্চিম ত্রিপুরা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে বেসরকারী প্রতিষ্ঠানের জন্য সচেতনতা ও সেন্সিটাইজেশন কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলেও জানান মেয়র দীপক মজুমদার।