August 26, 2025

রাজ্যে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যাও বাড়ছে: রতন!

 রাজ্যে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যাও বাড়ছে: রতন!

অনলাইন প্রতিনিধি :-গ্রাহকরা বিদ্যুৎ বিল মিটিয়ে দিলে বিদ্যুৎ বিল হ্রাস করা হবে। সোমবার ১৩২ কেভি উচ্চ ক্ষমতা সম্পন্ন ও উচ্চ তাপরোধক নয়টি ট্রান্সমিশন লাইনের পুনঃসংযোগ ব্যবস্থার শিলান্যাস করে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ এই ঘোষণা দেন। বোধজংনগর শিল্পনগরীতে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বোধজংনগর, জিরানীয়া, খয়েরপুর সহ বিভিন্ন এলাকার বিল মিটিয়ে দেবার তথ্য তুলে বলেন, এসব এলাকায় গড়ে পঞ্চাশ শতাংশ ভোক্তা বিদ্যুৎ বিল মিটিয়ে দিচ্ছেন। গ্রাহকরা বিল মিটিয়ে দিলে তিনি দায়িত্ব নিয়ে বিদ্যুৎ মাশুল কমিয়ে দেবেন বলে আশ্বাস দেন। মন্ত্রী বলেন, রাজ্যে বর্তমান সময়ে ৩৮৫ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হচ্ছে। ২০৩১ সালে সাতশ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। আর সেই কথা মাথায় রেখে সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মসৃণ ও উন্নত করা হচ্ছে। তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০১৮ সালে গ্রাহক সংখ্যা ছিল রাজ্যে সাত লক্ষ, বর্তমানে বেড়ে হয়েছে দশ লক্ষ একত্রিশ হাজার। তিনি পি এম সূর্যঘর সৌর বিদ্যুৎ যোজনায় যুক্ত হয়ে সকলকে বিদ্যুতে আত্মনির্ভর হওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ২০১৮ সালে ১৩২ কেভি লাইন ছিল ৪৭৫ কিলোমিটার, তা বেড়ে এখন ৭৮৬ কিলোমিটার হয়েছে। তেত্রিশ কেভি সাব স্টেশন ছিল ৪৪টি, এখন ৭৫টি হয়েছে। পাশাপাশি আগের ৪৪টির মধ্যে তেরোটি সাব স্টেশনকে আধুনিক করা হয়েছে। তেমনি তেত্রিশ কেভি লাইন এসটি এলটি লাইনও বেড়েছে। বিদ্যুৎ মন্ত্রী বলেন, প্রাকৃতিক গ্যাস আগামীদিনে ফুরিয়ে এলে রাজ্যেও বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হবে। ফলে সৌরবিদ্যুৎ যোজনার মাধ্যমে সকলকে যুক্ত হবার কথা বলেন তিনি। তিনি বলেন, রাজ্যে ১৩২ কেভি ক্ষমতা সম্পন্ন লাইন রয়েছে ৯৮৬ কিলোমিটার। এর মধ্যে নয়টি লাইন চিহ্নিত করে ১৬৫ কিলোমিটার উচ্চতাপরোধক ট্রান্সমিশন লাইনের পুনঃসংযোগ ব্যবস্থার কাজ হাতে নেওয়া হয়েছে। ডোনার মন্ত্রকের বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের আর্থিক সহায়তায় মোট ১২৬ কোটি ৩৩ লক্ষ টাকা খরচ হবে এতে। এদিনের অনুষ্ঠানে ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। তিনি বলেন, বিজ্ঞান প্রযুক্তি আজ উন্নত থেকে উন্নততর হচ্ছে। এর গতি কোথায় গিয়ে থামবে তা অজানা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে দূরদর্শী চিন্তাভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা নজির। বিধায়ক বলেন, রাজ্য দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। এর সাথে খয়েরপুর এলাকাও উন্নত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝনা রাণী দাস, সমাজসেবী রাজেশ ভৌমিক, রাজ্য বিদ্যুৎ নিগমের এমডি বিশ্বজিৎ বসু, ট্রান্সমিশনের জিএম রঞ্জন দেববর্মা সহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *