পথ কুকুরদের নির্বীজকরন ও টিকাদান বাধ্যতামূলক, নির্দেশ কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি:- পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এবার থেকে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তত ৭০ শতাংশ কুকুরকে নির্বীজকরণ ও টিকাদান বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই নয়, প্রতিটি রাজ্যকে মাসিক অগ্রগতি রিপোর্টও জমা দিতে হবে কেন্দ্রের কাছে, যাতে করে নির্দেশ কার্যকর হচ্ছে কিনা, তা নিশ্চিত করা যায়।এর আগে কেন্দ্রের ভূমিকা ছিল মূলত পরামর্শমূলক, কিন্তু এই নির্দেশের মাধ্যমে দায়িত্ব এখন সরাসরি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ওপর বর্তেছে। নির্বীজকরণ ও টিকাদান শেষ হলে কুকুরদের ফের তাদের আগের জায়গায় ছেড়ে দিতে হবে—সুপ্রিম কোর্টের নির্দেশও তাই বলছে।