August 23, 2025

কানপুরে কলেজছাত্রীকে রাস্তায় কুকুরের হামলা, মুখে ১৭টি সেলাই

 কানপুরে কলেজছাত্রীকে রাস্তায় কুকুরের হামলা, মুখে ১৭টি সেলাই

উত্তরপ্রদেশের কানপুরে কলেজ থেকে ফেরার পথে ভয়াবহ কুকুরের হামলার শিকার হলেন বৈষ্ণবী সাহু নামে এক ছাত্রী। গুরুতর জখম ওই তরুণীর মুখে পড়েছে ১৭টি সেলাই।

ঘটনাটি ঘটেছে গত ২০ আগস্ট। স্থানীয় সূত্রে খবর, সেদিন কলেজ থেকে ফিরছিলেন বিবিএ পড়ুয়া বৈষ্ণবী। হঠাৎই কয়েকটি কুকুর বাঁদরদের তাড়া করতে করতে তাঁর সামনে এসে পড়ে। আচমকাই তিনটি কুকুর বৈষ্ণবীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে রাস্তায় ফেলে দেয়। মুহূর্তের মধ্যে তাঁর গাল, নাক এবং শরীরের বিভিন্ন জায়গায় কামড়ে দেয় কুকুরগুলি।

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে কুকুরগুলিকে তাড়িয়ে তাঁকে উদ্ধার করেন। পরিবারকে খবর দেওয়া হলে বৈষ্ণবীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ডান গালে গভীর ক্ষত তৈরি হয়েছে, যা সেলাই করতে হয়েছে ১৭ জায়গায়। এছাড়াও শরীরের একাধিক অংশে কামড়ের চিহ্ন মিলেছে।

বৈষ্ণবীর কাকা আশুতোষ বলেন, “ভাইঝিকে কুকুর কামড়ে ক্ষতবিক্ষত করেছে। গালে গভীর ক্ষত তৈরি হয়েছে, ১৭টি সেলাই পড়েছে। শরীরের আরও কয়েক জায়গায় আঘাত রয়েছে।”

উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে কুকুর কামড়ে জলাতঙ্কের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, রাজধানীর লোকালয় থেকে পথকুকুর সরিয়ে আশ্রয়কেন্দ্রে রাখা হবে এবং তাদের বন্ধ্যাত্বকরণ ও টিকাকরণের ব্যবস্থা করতে হবে। আগ্রাসী বা র‌্যাবিস আক্রান্ত কুকুরদের আশ্রয়কেন্দ্রেই রাখতে হবে বলেও জানানো হয়েছে।

কানপুরের এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে—পথকুকুর নিয়ন্ত্রণে দেশজুড়ে কি যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *