ভূমিধসে বিঘ্ন চারধাম যাত্রায়, উত্তরাখণ্ডের চার জেলায় জারি কমলা সতর্কতা!!

অনলাইন প্রতিনিধি :- ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার ব্যাহত চার ধাম যাত্রা। রাতভর বৃষ্টিতে উত্তরাখণ্ড জুড়ে ভূমিধসের কারণে ১৫৫টি সড়ক বন্ধ হয়ে যায়, যার মধ্যে গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কও রয়েছে। আবহাওয়া দপ্তর উত্তরাখণ্ডের চারটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে। শুক্রবার ও শনিবার হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত।