বার্তা সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাতে,রাজ্যের উন্নয়ন, জাতি জনজাতি ঐক্যই একমাত্র লক্ষ্যঃ প্রদ্যোত!!

অনলাইন প্রতিনিধি :-গতকাল বুধবার দৈনিক সংবাদের নতুননগরস্থিত সংবাদ ভবন পরিদর্শনে এসেছিলেন তিত্র মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। সংবাদ ভবনে এসে তিনি দৈনিক সংবাদের বার্তা সম্পাদক তথা ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পালের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর এই প্রথম দৈনিক সংবাদ ভবনে এসেছেন। দৈনিক সংবাদ কর্তৃপক্ষ এবং একাধিক সাংবাদিকের সাথে তাঁর ব্যক্তিগত যোগাযোগ ও আন্তরিক সম্পর্ক থাকলেও এর আগে কোনোদিন শ্রীদেববর্মণ দৈনিক সংবাদ ভবনে আসেননি।এদিন রাত আটটা নাগাদ তিনি নতুন নগরস্থিত সংবাদ ভবনে আসেন।সৌজন্যমূলক সাক্ষাৎ করেন পত্রিকার বার্তা সম্পাদক তথা বিসিডিবি ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পালের সাথে। এর পর দীর্ঘ সময়, প্রায় দুই ঘন্টা নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এই
আলোচনায় শামিল হয়েছিলো দৈনিক সংবাদের বরিষ্ঠ সাংবাদিকরাও। দীর্ঘসময় শ্রীদেববর্মণ বার্তা সম্পাদক সঞ্জয় পাল এবং বরিষ্ঠ সাংবাদিকদের সাথে নানা বিষয়ে মতবিনিময় করেন। সৌজন্য আলাপচারিতায় নানা প্রশ্নেরও জবাব দিয়েছেন খোলাখুলি। স্বাভাবিকভাবেই আলোচনা বিষয়বস্তু হিসাবে উঠে আসে জাতীয় রাজনীতির প্রসঙ্গ থেকে শুরু করে রাজ্য রাজনীতির বর্তমান হলহকিকত, রাজ্য রাজনীতির ভবিষ্যৎ, উত্তর-পূর্বাঞ্চলের নানা ইস্যু, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ও প্রসঙ্গ, অনুপ্রবেশ ইস্যু, রাজ্যের উন্নয়নের নানা বিষয়, রাজ্যের জাতি- জনজাতি ঐক্য সংহতি এবং সংস্কৃতি ইত্যাদি নানা বিষয়ে তিনি এদিন আলোকপাত করেন। শুধু তাই নয়,সমস্ত বিষয়ে তাঁর অভিমত প্রকাশ করেন এবং তার অবস্থান স্পষ্ট করেন।
বার্তা সম্পাদক শ্রীপালের সাথে সৌজন্য আলাপচারিতায় রাজ্য রাজনীতির নানা প্রেক্ষাপট, যেমন অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলো নিয়েও মতবিনিময় করেছেন মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। রাজ্যের সার্বিক উন্নয়ন এবং জাতি-জনজাতির মধ্যে ঐক্য সংহতি বজায় রাখাই যে তাঁর প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য, আলোচনায় এই প্রসঙ্গ বারবার উঠে এসেছে। তাঁর মতে, নিজেদের মধ্য লড়াই করলে, বিভেদকামী শক্তি এবং শত্রুরা এর সুযোগ নেবে। রাজ্যকে ধ্বংসের পথে নিয়ে যাবে। তাই আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের সকলকে বৃহৎ স্বার্থের কথা ভাবতে হবে। এমন আরও নানা বিষয়ে শ্রীদেববর্মণ আলোকপাত করেন। এদিন, বার্তা সম্পাদক সঞ্জয় পালের সাথে সৌজন্য আলাপচারিতায় রাজ্য রাজনীতির বর্তমান হালহকিকত নিয়েও মতবিনিময় করেন। এখানে উল্লেখ্য যে, দৈনিক সংবাদের বার্তা সম্পাদক তথা বিসিডিবি ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পালের সাথে রাজ পরিবারের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে।সেই সম্পর্ক এখনোও অটুট আছে।