August 22, 2025

পথকুকুর নিয়ে পূর্বের রায়ে বড় পরিবর্তন সুপ্রিম কোর্টের!

 পথকুকুর নিয়ে পূর্বের রায়ে বড় পরিবর্তন সুপ্রিম কোর্টের!

অনলাইন প্রতিনিধি :- পথকুকুর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে দেশজুড়ে বিতর্ক চলছে।শুক্রবার পথকুকুর সংক্রান্ত নির্দেশে বড় বদল আনল সুপ্রিম কোর্ট। আজকের এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, শুক্রবার পথকুকুরদের টিকা এবং কৃমিনাশক ওষুধ দেওয়ার পরে একই এলাকায় ছেড়ে দিতে হবে। বহু বিতর্কের পর এই রায়ে স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া পশুপ্রেমীমহলে। শীর্ষ আদালত জানিয়েছে, যেসব কুকুর জলাতঙ্কে আক্রান্ত বা আক্রমণাত্মক আচরণ, তাদের টিকা দিয়ে আশ্রয়কেন্দ্রেই রাখতে হবে। আদালত জানিয়েছে এই মামলাটি বিস্তারিতভাবে শুনানির পর একটি জাতীয় নীতি প্রণয়ন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *