জম্মুতে পায়রা থেকে উদ্ধার হুমকি চিরকুট, কড়া নিরাপত্তা জারি!!
আওয়ামী লিগ দিল্লি কলকাতায় অফিস খুলেছে, দাবি ইউনূস সরকারের!!
অনলাইন প্রতিনিধি :- শেখ হাসিনাকে বাংলাদেশের গদি থেকে উৎখাত করা হয়েছে এক বছর আগে। এবার ইউনূস সরকার দাবি করেছে, বাংলাদেশে নিষিদ্ধ হওয়া এই দল নাকি ভারতে কার্যালয় খুলেছে। এই নিয়ে বুধবার ইউনূস সরকার বিবৃতি দিতেই পাল্টা জবাব দিল ভারত সরকারও। বাংলাদেশের এই দাবিকে ভূয়ো বলে উড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের এই বিবৃতি পেয়েই ভারত সরকারও জবাব দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতি দিয়ে বলেছেন, “ভারতে আওয়ামী লিগের সদস্যদের করা কোনও বাংলাদেশ বিরোধী কার্যকলাপ সম্পর্কে ভারত সরকার অবহিত নয়। ভারতের আইনের সঙ্গে সঙ্গতিবিহীন কিছুও করা হচ্ছে না। ভারতের মাটি থেকে অন্য কোনও রাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ ভারত সরকার অনুমোদন করে না।