জম্মুতে পায়রা থেকে উদ্ধার হুমকি চিরকুট, কড়া নিরাপত্তা জারি!!
এডি নগরে বসলো স্বামীনাথনের মর্মর মূর্তি,কৃষি ব্যর্থ হলে সব কিছুই ব্যর্থ হবে স্তব্ধ হয়ে যাবে উন্নয়ন: রতনলাল!!

অনলাইন প্রতিনিধি :-আগরতলা এডি নগর কৃষি গবেষণা কেন্দ্রে বসলো ভারতের সবুজ বিপ্লবের জনক প্রখ্যাত কৃষি বিজ্ঞানী ড. এম এস স্বামীনাথনের মর্মর মূর্তি। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রাণী সরকার সহ কৃষি দপ্তরের সচিব, অধিকর্তা সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন মন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে, মণিপুর ও মিজোরামের ধান বীজ সার্টিফিকেশন করার অনুমোদন দিয়েছে।এটা ত্রিপুরার জন্য খুবই গৌরবের বিষয় এবং ত্রিপুরার কৃষি উন্নয়নের একটি স্বীকৃতি। মন্ত্রী বলেন, ত্রিপুরা কৃষি দপ্তর, মণিপুর ও মিজোরামের ধান বীজকে সার্টিফিকেশন দিলে তবে তাদের ধান সত্যিকারের স্বীকৃতিপ্রাপ্ত হবে।অনুষ্ঠানে মন্ত্রী বলেন, একটু দেরিতে হলেও আমি সবাইকে ধন্যবাদ জানাই ড. স্বামীনাথনের মূর্তি স্থাপনের জন্য। এটা আরও অনেক আগে করতে পারলে ভালো হতো। তাঁর কারণে দেশের কৃষি ক্ষেত্র আজ একটি দৃঢ় ভিত্তি পেয়েছে। তিনি আমাদের দেশকে খাদ্যশসে স্বয়ংসম্পূর্ণ করতে আন্তরিকভাবে কাজ করেছেন। তার দেখানো পথেই আজ দেশের কৃষি অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। মন্ত্রী বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২০৩০ সালের মধ্যে দেশের ৭২% ভোজ্য তেল উৎপাদন দেশের মধ্যে করতে হবে। তাই সরকার ভোজ্য তেল উৎপাদনের উপর গুরুত্ব দিচ্ছে। কারণ আমাদের মাছ বা দুধ আমদানি করার প্রয়োজন নেই, কিন্তু তেল আমদানি করতে হয়। সেই কারণে আমরা ভোজ্য তেল উৎপাদনকে গুরুত্ব দিচ্ছি। কৃষিমন্ত্রী আরও বলেন, ড. স্বামীনাথন সবসময় বলেছেন, যদি কৃষি ব্যর্থ হয়, তবে কিছুই বিকাশ হতে পারে না। যদি আমরা কৃষির জন্য ভালো বাজেট করতে না পারি, তবে অন্য সব বাজেটই ব্যর্থ হবে। তাই রাজ্যের কৃষি দপ্তরও সমন্বিত চাষাবাদের মাধ্যমে কৃষিকে শক্তিশালী করতে কাজ করছে। আমাদের দেশ মাছ, ডিম, চাল, দুধ, চিনি ও মশলা বিদেশে রপ্তানি করে। এডি নগরে ধান নিয়ে গবেষণা হয়। আর নাগিছড়ায় সমস্ত উদ্যানপালনীয় ফসল নিয়ে গবেষণা করা হয়। আমাদের দুটি গবেষণা কেন্দ্র রয়েছে। আমি সমস্ত কৃষকদের বলতে চাই, রাজ্যের কৃষি কেন্দ্রে যোগাযোগ করুন যাতে আমরা আধুনিক কৃষি চর্চায় কাজ করতে পারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. স্বামীনাথনের পথ অনুসরণ করেছেন, আর সেই কারণে ভারত ধান উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে এবং আমরা রপ্তানি করছি। এই কৃতিত্ব কৃষকদের। এদিন মন্ত্রী জানান, রাজ্যের আটান্নটি ব্লকের মধ্যে একত্রিশটি ব্লক খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ।সম্প্রতি চণ্ডীপুর আরডি ব্লককে নতুন করে স্বয়ংসম্পূর্ণ খাদ্যশস্য উৎপাদনকারী এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।