জম্মুতে পায়রা থেকে উদ্ধার হুমকি চিরকুট, কড়া নিরাপত্তা জারি!!
বৃহস্পতিবারও হুমকি ইমেলে, দিল্লির ৬টি স্কুলে বোমাতঙ্ক!!

অনলাইন প্রতিনিধি :- মোট চার দিনে তৃতীয়বার দিল্লির স্কুলে বোমাতঙ্ক। বৃহস্পতিবার নতুন করে রাজধানীর ছ’টি স্কুল ওড়ানোর হুমকি ইমেল আসে। দ্রুত স্কুলগুলি ফাঁকা করে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং দমকল বাহিনী। নিরাপত্তার বিষয়ে কোনও রকম ঝুঁকি নেয়নি স্কুল কর্তৃপক্ষও। তবে এখনও পর্যন্ত বিস্ফোরক বা সন্দেহজনক কিছু মেলেনি বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে দাবী, এদিন সকাল ৬টা ৩৫ এবং ৭টা ৪৮ মিনিটে রাজধানীর ছয়টি স্কুলে হুমকির ইমেল আসে।