August 19, 2025

বি সুদর্শন রেড্ডি উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নাম ঘোষণা করল ইন্ডিয়া জোট!!

 বি সুদর্শন রেড্ডি উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নাম ঘোষণা করল ইন্ডিয়া জোট!!

অনলাইন প্রতিনিধি :- উপরাষ্ট্রপতি হিসেবে এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের বিরুদ্ধে ইন্ডিয়া জোট কাকে মনোনিত করবে তা নিয়ে জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। অবশেষে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। গত কয়েকদিন ধরে একাধিক নাম নিয়ে জল্পনা চলছিল। যেমন শোনা যাচ্ছিল ভারতীয় মহাকাশ সংস্থা (ইসরোর) এক বিজ্ঞানীকে দাঁড় করাচ্ছে ইন্ডিয়া জোট। আবার উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিরোধীদের সম্ভাব্য প্রার্থী হিসেবে ডিএমকে নেতা তিরুচি শিবার নামও ঘোরাফেরা করছিল। সোমবার সন্ধ্যায় খড়্গের বাসভবনে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বিরোধী শিবিরের বৈঠক বসে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ফের কংগ্রেস সভাপতির বাড়িতে সংসদের সব বিরোধী দলের নেতাকে নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল।ওই বৈঠকের পরেই মঙ্গলবার দুপুরে প্রাক্তন বিচারপতি রেড্ডির নাম ঘোষণা করলেন খাড়গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *