স্বাধীন ব্রু ল্যান্ডের ছক ফাঁস,কাঞ্চনপুর থানার অস্ত্র লুটের পরিকল্পনা ভেস্তে দিলো পুলিশ!!
মুম্বইয়ে কোনও ক্রমে রক্ষা পেল ইন্ডিগোর উড়ান, উড়ানের সময় বিপত্তি!!

অনলাইন প্রতিনিধি :- মুম্বইয়ে দুর্ঘটনার কবলে পড়ে ইন্ডিগোর একটি বিমান। অবতরণ করতে যাওয়ার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। রানওয়েতে ঘষটে যায় বিমানের পিছনের অংশ। যদিও শেষ পর্যন্ত বড়সড় ক্ষতি হয়নি। কোনও ক্রমে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি।শনিবার সকালে ব্যাঙ্কক থেকে আসা ইন্ডিগোর ওই বিমানটি মুম্বইয়ে অবতরণ করার সময়েই ঘটনাটি ঘটে। সেই সময় ভারী বৃষ্টি হতে থাকায় বিমান খানিক নীচ দিয়েই যাচ্ছিল। সেই অবস্থাতেই অবতরণ করতে গিয়ে বিপত্তি বাধে।