August 15, 2025

লালকেল্লায় জাতীর উদ্দেশ্যে ভাষণে সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে পাকিস্তানকে সাফ বার্তা মোদির!!

 লালকেল্লায় জাতীর উদ্দেশ্যে ভাষণে সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে পাকিস্তানকে সাফ বার্তা মোদির!!

অনলাইন প্রতিনিধি :-লালকেল্লায় মোদির সিন্ধু হুঙ্কার:-
জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না
সিন্ধুচুক্তি একতরফা সিদ্ধান্ত ছিল
পাকিস্তানে ঢুকে হামলা, শত্রু জানতেই পারেনি।
সন্ত্রাস চালালে কড়া জবাব, পরমাণু হুমকি বরদাস্ত নয়।
আত্মনির্ভর না হলে অপারেশন সিঁদুর হত না।
নিজস্ব ফাইটার জেট বানাবে ভারত
মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন তৈরির পথে দেশ।
শুধু আমাদানি-রপ্তানি নয়, সামর্থ্য তৈরি করতে হবে।
দেশের উন্নয়নে কোনও সমঝোতা নয়
সমুদ্র মন্থনের পথে ভারত।
দেশ পরমাণু শক্তি উৎপাদনে এগোচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *