August 14, 2025

বাংলাদেশি সন্দেহে হেনস্থার অভিযোগে অন্তর্বর্তী নির্দেশে অনীহা সুপ্রিম কোর্টের, কেন্দ্র ও রাজ্যের কাছে রিপোর্ট চাইল শীর্ষ আদালত!!

 বাংলাদেশি সন্দেহে হেনস্থার অভিযোগে অন্তর্বর্তী নির্দেশে অনীহা সুপ্রিম কোর্টের, কেন্দ্র ও রাজ্যের কাছে রিপোর্ট চাইল শীর্ষ আদালত!!

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশি সন্দেহে শুধু বাংলা ভাষায় কথা বলা বা বাংলা ভাষায় নথি থাকার কারণে দেশ জুড়ে বহু মানুষকে আটক করা হচ্ছে—এমন অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বৃহস্পতিবার কোনও অন্তর্বর্তী নির্দেশ দিতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট।
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়েছে, এ ধরনের অন্তর্বর্তী নির্দেশ দিলে বৈধ নথি নিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা ব্যক্তিরাও সমস্যায় পড়তে পারেন। তবে আদালত মামলাটি খারিজ করেনি এবং বিস্তারিত শুনানি করতে রাজি হয়েছে। কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যগুলিকে নিজেদের বক্তব্য জানিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৫ আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে।
পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দায়ের হওয়া এই মামলায় অভিযোগ করা হয়েছে যে দিল্লি, গুজরাত, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের ধরপাকড় চলছে এবং অনেক ভারতীয় নাগরিককেও শুধুমাত্র বাংলা বলার জন্য বা বাংলা নথি থাকার কারণে আটক করা হচ্ছে।
মামলাকারীর পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, পরিচয় যাচাইয়ের আগেই আটক করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে পুলিশের দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে অভিযুক্তদের। তিনি আদালতকে ধরপাকড় বন্ধ রাখার অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার অনুরোধ জানান। আদালত জানায়, রাজ্যগুলির অধিকার আছে তাদের রাজ্যে কর্মরত শ্রমিকদের পরিচয় যাচাই করার, তবে অন্তর্বর্তী নির্দেশ জারি করার প্রয়োজন নেই।
শুনানির পরে পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বলেন, “বাংলা ভাষাভাষী মানুষের ন্যায়বিচারের জন্য আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বাংলাবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে যাব। এই দেশ সবার, আমাদেরও সমান অধিকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *