August 14, 2025

সেপ্টেম্বরে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা!!

 সেপ্টেম্বরে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা!!

অনলাইন প্রতিনিধি :-আগামী মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চপর্যায়ের সফরে আমেরিকা যেতে পারেন। সফরের মূল উদ্দেশ্য হবে ৯ থেকে ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদ (UNGA) অধিবেশনে যোগদান।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সফরে মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে। যদি বৈঠকটি চূড়ান্ত হয়, তবে এ বছরের শুরুতে ট্রাম্পের দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরা পর এটাই হবে দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ।
কূটনৈতিক মহলের ধারণা, আলোচনার মূল বিষয়বস্তু হতে পারে শুল্ক বিরোধ, রক্ষাণ সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু—বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা। সাম্প্রতিক সময়ে বাণিজ্য চুক্তি পুনর্নবীকরণের মার্কিন চাপ এবং ভারতের সতর্ক মনোভাবের প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
যদি এই সাক্ষাৎ বাস্তবায়িত হয়, তবে তা বিশ্ববাজারের দৃষ্টি আকর্ষণ করবে বলেই মনে করা হচ্ছে, কারণ দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট প্রভাব ফেলতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *