August 14, 2025

উরিতে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে শহিদ ভারতীয় সেনা জওয়ান!!

 উরিতে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে শহিদ ভারতীয় সেনা জওয়ান!!

অনলাইন প্রতিনিধি :-জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করতে গিয়ে শহিদ হলেন এক ভারতীয় সেনা জওয়ান। মঙ্গলবার গভীর রাতে বারামুল্লা জেলায় পাক মদতপুষ্ট জঙ্গিদের একটি দল পাকিস্তান অধিকৃত অঞ্চল থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে।
প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, অনুপ্রবেশকারীদের মূল লক্ষ্য ছিল সীমান্তবর্তী এক অগ্রবর্তী পোস্টে হামলা চালানো। তবে সতর্ক অবস্থানে থাকা ভারতীয় সেনা তাদের নড়াচড়া টের পেয়ে প্রতিরোধে নামে। সেই সময় পাকিস্তানের দিক থেকে প্রবল গুলিবর্ষণ শুরু হয়।
গুলিবর্ষণের মধ্যেই এক সেনা জওয়ান গুরুতর জখম হন এবং পরে শহিদ হন। ঘটনার পর থেকে ওই এলাকায় সেনার তল্লাশি ও অভিযানে জোর দেওয়া হয়েছে।
নিরাপত্তা মহলের ধারণা, স্বাধীনতা দিবসের আগে সীমান্তে উত্তেজনা বাড়াতে এই অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। ভারতীয় সেনা জানিয়েছে, দেশের সুরক্ষা নিশ্চিত করতে সীমান্তে কড়া নজরদারি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *