সেপ্টেম্বরে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা!!
জম্মুর সাম্বায় জারি নাইট কার্ফু!!

অনলাইন প্রতিনিধি :- সেনা সূত্রে দাবী , জম্মুর সাম্বা সেক্টরের সীমান্তরেখা থেকে দু’কিলোমিটারের মধ্যে নাইট কার্ফু জারি করেছে প্রশাসন। ভারতীয় সেনা, জঙ্গিদের বিরুদ্ধে ফের কোনও বড়সড়ো ‘অ্যাকশনে’ যেতে পারে। সেই কারণেই কার্ফু জারি করা হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। পাশাপাশি যে কোনও ধরনের বেআইনি কার্যকলাপের উপর বিএসএফ যাতে নজর রাখতে পারে তার জন্যও এই সিদ্ধান্ত। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেই কার্ফু জারি করা হচ্ছে বলে খবর। ।