August 11, 2025

দিল্লির রাস্তা থেকে পথকুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের!!

 দিল্লির রাস্তা থেকে পথকুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের!!

অনলাইন প্রতিনিধি :- রাজধানীতে জলাতঙ্কে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়তে থাকায় সুপ্রিম কোর্ট কঠোর নির্দেশ জারি করল—দিল্লির সব আবাসিক এলাকা থেকে পথকুকুর সরিয়ে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে রাখতে হবে।
বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ সোমবার দিল্লি সরকার, দিল্লি পুরসভা এবং নয়াদিল্লি পুরসভাকে অবিলম্বে এই প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছে। আদালতের স্পষ্ট মন্তব—“জননিরাপত্তার বিষয়ে কোনও আপস চলবে না, প্রতিটি লোকালয়কে পথকুকুরমুক্ত করতেই হবে।”আদালতের নির্দেশ অনুযায়ী— ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রথমে পথকুকুর অপসারণ করতে হবে।সব কুকুরকে সিসি ক্যামেরা-নজরদারিযুক্ত আশ্রয়কেন্দ্রে রাখতে হবে।
নির্বীজকরণ ও টিকাকরণের জন্য পর্যাপ্ত কর্মী নিয়োগ করতে হবে।
.আট সপ্তাহের মধ্যে আশ্রয়কেন্দ্র-সহ পরিকাঠামো তৈরি করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।
পথকুকুর সরানোর কাজে কোনও ব্যক্তি বা সংস্থা বাধা দিলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে আদালত। পাশাপাশি, এই মামলায় পশুপ্রেমী সংগঠনের নতুন আবেদন আর শোনা হবে না বলেও জানিয়ে দিয়েছে বেঞ্চ।
বিচারপতি পারদিওয়ালা বলেন, “এটি আবেগের বিষয় নয়, জনস্বার্থের প্রশ্ন। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে।” আদালতবন্ধু (অ্যামিকাস কিউরি) গৌরব আগরওয়ালকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন সমস্ত লোকালয় থেকে পথকুকুর সরিয়ে দূরবর্তী নিরাপদ এলাকায় স্থানান্তর করা হয়।
এই রায় দিল্লিতে পথকুকুর নিয়ন্ত্রণে সাম্প্রতিক কালের অন্যতম কঠোর আদালত-হস্তক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *