ভারত থেকে অর্ডার বন্ধ করল অ্যামাজন-ওয়ালমার্ট!!

অনলাইন প্রতিনিধি :-ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পরই চরম পদক্ষেপ নিল ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট, গ্যাপ-সহ প্রধান মার্কিন খুচরা বিক্রেতারা। এরা সকলেই ভারত থেকে অর্ডার বন্ধ করে দেয়। যতক্ষন না পরবর্তী নির্দেশ দেওয়া হয় ততক্ষন পর্যন্ত পোশাক এবং বস্ত্র সরবরাহ বন্ধ রাখার অনুরোধ জানিয়ে মার্কিন ক্রেতাদের কাছে রপ্তানিকারীরা। ভারত থেকে মার্কিন মুলুকে পণ্য রপ্তানির বেশিরভাগটাই করে থাকে ওয়েলসপান লিভিং, গোকালদাস এক্সপোর্টস, ইন্দো কাউন্ট এবং ট্রাইডেন্টের মতো রপ্তানিকারক সংস্থাগুলি। এই সংস্থাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রিত পণ্যের প্রায় ৪০ শতাংশ থেকে ৭০ শতাংশ রপ্তানি করে।ভারতীয় বস্ত্র ও পোশাকের বৃহত্তম রপ্তানি গন্তব্য হল মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৪-২৫ অর্থবর্ষে মোট বস্ত্র ও পোশাক রপ্তানির ২৮ শতাংশই ছিল এই দেশটিতে, যার মূল্য ছিল ৩৬.৬১ বিলিয়ন ডলার।অধিক শুল্কের ফলে খরচ ৩০ শতাংশ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ডার ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ হ্রাস পেতে পারে, যার ফলে প্রায় ৪-৫ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।