August 8, 2025

বিতর্কিত জগন্নাথ ‘ধাম’-এর পর এবার দিঘায় কেদারনাথ মন্দির!

 বিতর্কিত জগন্নাথ ‘ধাম’-এর পর এবার দিঘায় কেদারনাথ মন্দির!

অনলাইন প্রতিনিধি :-দিঘা সৈকত নগরীতে তৈরি হতে চলেছে কেদারনাথ মন্দির। এই বছরের ৩০ এপ্রিল দিঘায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছিল বহুল চর্চিত জগন্নাথ ‘ধাম’। বলাই বাহুল্য পশ্চিমবঙ্গে জগন্নাথ ধাম তৈরি হওয়ার পর থেকেই সৈকত নগরীতে পর্যটন শিল্পে জোয়ার এসেছে, তারই সঙ্গে সঙ্গে বিপুল আর্থিক উন্নয়নের মুখ দেখেছেন স্থানীয় মানুষেরা। আর এবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দিঘাতেই কেদারনাথ মন্দিরের দেখা পাওয়া যাবে।কিন্তু যে কেদারনাথ মন্দিরের দেখা মিলবে তা কোনও স্থায়ী মন্দির হবে না।
আসলে ঘটনাটি হল পূর্ব মেদিনীপুরের দিঘায় যে কেদারনাথ মন্দিরের কথা বলা হচ্ছে তা দিঘার স্থানীয় এক এলাকার একটি দুর্গাপুজোর চলতি বছরের থিম মাত্র। অর্থাৎ এই বছর সেই অঞ্চলে একটি অস্থায়ী কেদারনাথ মন্দিরের আদলে দূর্গা পুজা মন্ডপ গড়ে উঠতে দেখা যাবে। যদিও এই কেদারনাথ মন্দিরটি কেবলমাত্র দুর্গা পুজার কয়েকটি দিনই সাধারণ মানুষদের কাছে সাদৃশ্য হবে। আর এই খবর সমাজ মাধ্যমে ছড়ানোর পর থেকেই চলতি বছরে জেলার দুর্গা পুজোর অন্যতম চর্চিত মণ্ডপগুলির মধ্যে উঠে আসছে দিঘার এই মন্ডপ। এই কারণেই এবছরের পুজোয় পর্যটকদের অতিরিক্ত ঢল নামার আশা করছেন পুজো কমিটির সদস্যরা।
দিঘা সর্বজনীন যুব দুর্গোৎসব কমিটির ২০২৫ সালের থিম ভাবনা ‘কেদারনাথ মন্দির’।এই মণ্ডপের প্রস্তুতির কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।তাহলে এবছরে দুর্গা পুজোয় দিঘায় ভ্রমণরত পর্যটকদের জন্য থাকতে চলেছে বিশেষ আকর্ষণ তা আর বলার অপেক্ষা রাখে না। পর্যটকদের জন্য দিঘার জগন্নাথ মন্দির থেকে ঢিল ছোঁড়া দুরত্বেই পুজো কমিটির উদ্যোক্তারা কেদারনাথ মন্দিরের আদলে এই থিম ভাবনার কথা ভেবেছেন। বাঙালির আবেগের কেন্দ্রবিন্দু দুর্গোৎসবকে এক অন্য মাত্রা দিতে এই ধরনের ভাবনা বলে মত পুজো উদ্যোক্তাদের। গত বুধবার এই পুজো মণ্ডপটির খুঁটি পুজোর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক অখিল গিরি, কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি সহ অন্যান্যরা। তারা জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই পর্যটন শিল্পের জোয়ার নেমেছে। এবার সেখানেই পর্যটকদের আরও আকর্ষণ বাড়াবে এই কেদারনাথ মন্দির।’
আর এক মাসের বেশি কিছুটা সময়ের অপেক্ষা এর পরেই ঢাকের আওয়াজ শোনা যাবে দিঘায়। এই বছর বলাই বাহুল্য পুজোর কয়েকটা দিন দিঘা শুধুমাত্র নিছক ছুটি কাটানোর আস্তানা নয় বরং পরিণত হবে দুই পবিত্র ধাম এবং বাঙালি শ্রেষ্ঠ উৎসবের মিলনস্থলে, এমনটাই জানালেন অখিলবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *