ক্ষুব্ধ চিকিৎসক মহল,জিবি হাসপাতালে আক্রান্ত ডাক্তার!!

অনলাইন প্রতিনিধি :-আবারও রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে চিকিৎসকের উপর রোগীর আত্মীয়স্বজন চড়াও হয়। রোগীর উত্তেজিত আত্মীয়স্বজন জুনিয়র চিকিৎসক লিটন দাসকে শারীরিকভাবে নিগৃহীত করে। অপর আরেকজন চিকিৎসকের সঙ্গেও দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। ঘটনা হাসপাতালের জরুরি বিভাগে। শনিবার রাত তিনটায় বিষপানে গুরুতর অসুস্থ বিমল দাস, (বয়স ৫৬)-কে নিয়ে আসা হয় হাসপাতালের জরুরি চিকিৎসা বিভাগে। বাড়ি নারায়ণপুর। হাসপাতালের মেডিকেল সুপার ডা. শংকর চক্রবর্তী জানান, বিষপানে গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে আসার পর রোগীকে ওয়াশ করানো নিয়ে আপত্তি জানিয়ে চিকিৎসকদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু করে। রোগীকে ওয়াশ না করানোর জন্য আপত্তি তুলে চিকিৎসকদের সঙ্গে উত্তেজিতভাবে ঝগড়া শুরু করে। তখন চিকিৎসকের উপর চড়াও হন রোগীর আত্মীয়স্বজন। চিকিৎসককে প্রচণ্ডভাবে শারীরিক হেনস্তা করে। তাতে চিকিৎসক মারাত্মকভাবে চোট পান। জরুরি বিভাগের নার্স সহ কয়েকজন স্বাস্থ্যকর্মীর সঙ্গেও ধাক্কাধাক্কি করে বলেও জানান হাসপাতালের মেডিকেল সুপার। তিনি আরও জানান, উত্তেজিতরা হাসপাতালে জিনিসপত্র ভাঙচুরের চেষ্টা করে। দরজা, জানালা, আসবাবপত্র ধরে ধাক্কাধাক্কি ও টানাটানি করে। এই ঘটনা পুলিশকে জানানো হলেও সোমবার থানায় লিখিত এফআইআর করা হবে। বিষপানে সংকটাপন্ন রোগীকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চলছে। এদিকে হাসপাতালে চিকিৎসককে শারীরিক নিগৃহীত করায় চিকিৎসকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিকর্তাকেও বিষয়টি জানানো হয়েছে।ইতিপূর্বেও হাসপাতালে চিকিৎসা পরিষেবায় গাফিলতির অভিযোগ তুলে রোগীর আত্মীয়স্বজন হাসপাতালে উত্তেজিত হয়ে চিকিৎসককে নিগৃহীত করার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।