August 2, 2025

ত্রিপুরার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক দাবি বাংলাদেশ হাইকমিশনারের!!

 ত্রিপুরার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক দাবি বাংলাদেশ হাইকমিশনারের!!

অনলাইন প্রতিনিধি :- ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তিনি শুক্রবার তিনদিনের রাজ্য সফরে এসেছেন। রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের অবর সচিব চন্দন দাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সফরের প্রথমদিন তিনি বাংলাদেশের সহকারী হাইকমিশন, আগরতলা আইসিপি এবং আখাউড়া স্থল বন্দর পরিদর্শনের কথা রয়েছে।স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর হামিদুল্লাহ জানিয়েছেন, ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব অংশের মধ্যে সম্পর্ক খুবই স্বাভাবিক।যেমন দুই দেশের মধ্যে প্রবাহিত নদী। তিনি আরও বলেন, মূলত দুই দেশের মধ্যে সংযোগস্থল হলো অর্থনৈতিক বাণিজ্য। তিনদিনের সফরে বাংলাদেশের হাইকমিশনার আগরতলা আখাউড়া রেল সংযোগ প্রকল্পের পর্যালোচনা করবেন। বাংলাদেশের হাইকমিশনার আগরতলার কাছে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনও পরিদর্শন করবেন।
এছাড়াও, তিনি তিন আগষ্ট দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে মৈত্রী সেতু পরিদর্শন করবেন। এলপিএআই-এর কর্মকর্তাদের সাথে তার বৈঠক সম্পর্কে হাইকমিশনার বলেছেন, আগরতলা সমন্বিত চেক পোস্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার দুই ঘণ্টার বৈঠকে তিনি বিদ্যমান সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করেছেন। তিনি দাবি করেছেন, বৈঠকটি সফল হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক জৈব, প্রাকৃতিক এবং মানুষ কেন্দ্রিক উল্লেখ করে তিনি দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। হামিদুল্লাহ সফরে মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও নৈশভোজন করবেন বলে জানা গেছে। আগামীকাল আখাউড়া থেকে আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিস এবং নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনের কথা রয়েছে হাইকমিশনারের। রাজ্যপালের সঙ্গেও দেখা করার কথা রয়েছে বাংলাদেশ হাইকমিশনারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *