ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
বিধানসভায় অনলাইনে তাস খেলায় মগ্ন মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী, সরানো হল পদ থেকে!!

অনলাইন প্রতিনিধি :- আবার বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটে। এ বার তাঁর বিরুদ্ধে বিধানসভায় বসেই অনলাইনে তাস খেলার অভিযোগ উঠেছে। আর তার খেসারতও তাঁকে দিতে হল। কেড়ে নেওয়া হল মন্ত্রিত্ব। তবে কৃষিমন্ত্রীর পদ গেলেও মানিকরাওকে যে একেবারে খালি হাতে ফেরানো হয়েছে, তেমনটাও নয়। খেলার প্রতি তাঁর ‘শখ’ দেখেই কৃষিমন্ত্রকের দায়িত্ব থেকে সরিয়ে ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েক মাস আগেও কৃষকদের নিয়ে মন্তব্যের জেরে বিতর্কের জল অনেক দূর গড়িয়েছিল। দল এবং সরকার দু’পক্ষকেই অস্বস্তির মুখে ফেলেছিলেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই আবার বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটে।