ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
ত্রিপুরার অর্গানিক কালিখাসা জাপানে রপ্তানি প্রক্রিয়া শুরু।।

অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার উৎপাদিত অর্গানিক আনারস, আদা, হলুদ, কাঁঠালের পর এবার বিদেশে রপ্তানি শুরু হচ্ছে অর্গানিক সুগন্ধী কালিখাসা চাল। প্রাথমিকভাবে জাপানে সুগন্ধী কালিখাসা চাল রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে জাপানে সুগন্ধী কালিখাসা চাল রপ্তানির লক্ষ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
ত্রিপুরার অর্গানিক কৃষিপণ্যকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করার লক্ষ্যে রাজ্য সরকার ও এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে অর্গানিক সুগন্ধী কালিখাসা চালের জাপানে রপ্তানি প্রচার কার্যক্রম শুরু হয়েছে।দপ্তর সূত্রে জানা গেছে,এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি সম্ভব হয়েছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বের ফলে। কৃষকের কল্যাণ এবং টেকসই কৃষি উন্নয়নের প্রতি কৃষিমন্ত্রীর অটুট অঙ্গীকার ত্রিপুরার কৃষি খাতকে একটি রপ্তানিমুখী, উদ্ভাবনী ব্যবস্থায় রূপান্তরিত করতে প্রধান ভূমিকা পালন করেছে।
এদিকে ইতিমধ্যেই ২০ কেজি অর্গানিক সুগন্ধী কালিখাসা চালের নমুনা জাপানে পাঠানো হয়েছে।
এই বিষয়ে ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সির মিশন ডিরেক্টর রাজীব দেববর্মা বলেন, কালিখাসা চাল শুধু একটি শস্য নয়-এটি ত্রিপুরার গর্ব। শ্রীদেববর্মা জানান, চেষ্টা করা হচ্ছে চালের প্যাকেজিং, শংসাপত্র এবং বিপণন আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এবং এর গ্রহণযোগ্যতা ও দৃশ্যমানতা বিশ্ববাজারে বৃদ্ধি পায়। এই প্রচেষ্টা ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি জিআই ট্যাগযুক্ত এবং জৈব কৃষিপণ্যকে বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠার লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ।