ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
স্নেহার মৃত্যু সুষ্ঠু তদন্তের দাবি জানালেন বিপ্লব দেব!!

অনলাইন প্রতিনিধি :-দক্ষিণ জেলার সাব্রুমের বাসিন্দা,দিল্লীতে পাঠরত ১৯ বছরের তরুণী স্নেহা দেবনাথের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। এই ব্যাপারে সাংসদ শ্রী দেব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন, স্নেহার মৃত্যুর সঠিক তদন্ত জরুরি।পরিবারের পক্ষ থেকেও একই দাবি জানানো হয়েছে। পরিবারের দাবি, এটি নিছক আত্মহত্যা নয়।স্নেহার মৃত্যু রহস্য উন্মোচনে ইতিমধ্যে দিল্লী পুলিশকে স্মারকলিপি দিয়েছে একাধিক ছাত্র সংগঠন।স্নেহার সহপাঠীরা দাবি করেছে,স্নেহা মানসিকভাবে দৃঢ়চেতা ছিলো।ও এভাবে আত্মহত্যা করতে পারে না।এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে।উল্লেখ্য, স্নেহা দিল্লী বিশ্ববিদ্যালয়ের পর দিল্লীর যমুনা নদী থেকে তার দেহ উদ্ধার করে দিল্লী পুলিশ। দিল্লী পুলিশ থেকে দাবি করা হয়েছে, স্নেহা ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। একটি সুইসাইড নোটও নাকি উদ্ধার করা হয়েছে। কিন্তু স্নেহার এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পরিবারের দাবি অনুযায়ী সাংসদ শ্রী দেব ও স্নেহার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।