ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
২০১৮ থেকে ২০২৫ পর্যন্ত,৭৩.১৫ মেট্রিকটন আনারস বিদেশে রপ্তানি হয়েছে: কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :- নালকাটা ন্যারামেক মডেলে আনারস-এর জুস তৈরির প্রচেষ্টা চলছে। রাজ্যের বর্তমান সরকারের আমলে রাজ্যের আনারস দুবাই ওমান কাতারে পাঠানো হচ্ছে। এই সরকার কৃষক বান্ধব সরকার। এই সরকার আনারসকে রাজ্যিক ফল হিসাবে ঘোষণা করে। বক্তা কৃষিমন্ত্রী রতনলাল নাথ। হর্টিকালচার দপ্তর এবং ইয়ং ডার্লং অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আনারস উৎসব। শনিবার কৃষিমন্ত্রী রতনলাল নাথ আনারস উৎসবের উদ্বোধন করেন। কৃষিমন্ত্রী আনারস উৎসবের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান সরকার কৃষকদের উন্নয়ন নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার আনারসকে রাজ্যিক ফল হিসাবে ঘোষণা করে। এই সরকারের আমলে রাজ্যের সুস্বাদু আনারস বিদেশে রপ্তানি করা হচ্ছে। তিনি বলেন, রাজ্যে মোট তিন লক্ষ পঁয়ষট্টি কানি জমিতে ফল চাষ হয়। এই তিন লক্ষ পঁয়ষট্টি কানির মধ্যে কিউ প্রজাতির আনারস চাষ হয় তিপ্পান্ন হাজার সাতশ কানি জমিতে এবং কুইন প্রজাতির আনারস উৎপাদন হয় বাইশ হাজার কানি জমিতে।

এদিন কৃষিমন্ত্রী বলেন, এই সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যের আনারস খোলা বাজারে প্রতিটি বিক্রি হতো পাঁচ থেকে দশ টাকা দরে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই রাজ্যের আনারস বিদেশে রপ্তানি করার কারণে এখন সেই আনারস বিক্রি হচ্ছে প্রতিটি পঞ্চাশ টাকা দরে। ফলে আনারস চাষীদের আয় বৃদ্ধি পেয়েছে। ত্রিপুরা আনারস সারা পৃথিবীতে পরিচিত। কৃষিমন্ত্রী বলেন, ২০১৮ সালের পর থেকে ২০২৫ সাল পর্যন্ত এই রাজ্য থেকে ৭৩.১৫ মেট্রিক টন আনারস দুবাই, আমান, কাতারে রপ্তানি করা হয়েছে। তিনি বলেন, এই সরকারের আমলে শুধু যে আনারস রপ্তানি করা হচ্ছে নয়। অন্য ফলও রপ্তানি করা হচ্ছে। এদিন তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, এই রাজ্য থেকে ত্রিশ টন আদা, সত্তর টন পান, চল্লিশ টন কাঁঠাল বিদেশে রপ্তানি করা হয়। এই রাজ্যের কাঁঠাল আমেরিকাতে ব্যাপক চাহিদা রয়েছে।
কৃষিমন্ত্রী এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মনু ব্লকের অধীন নালকাটাতে যে ন্যারামেক ছিল আগের সরকারের আমলে বন্ধ হয়ে যায়। কিন্তু এই সরকারের পরিকল্পনা রয়েছে ন্যারামেক মডেলে এই এলাকাতে একটি জুস তৈরির কারখানা করার জন্য। এই ব্যাপারে কথাবার্তা চলছে। রাজ্যের বর্তমান সরকার চায় আত্মনির্ভর ত্রিপুরা। এই আত্মনির্ভর ত্রিপুরায় সকলে রোজগারী হবে। আর সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। তিনি বলেন, রাজ্যের জনগণের আয় বৃদ্ধি পেয়েছে। আনারস উৎসবে এছাড়াও বক্তব্য রাখেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস, ভারত সরকারের ডোনার মন্ত্রকের জয়েন সেক্রেটারি অংশুমান দে। এদিন এর আনারস উৎসবে ঊনকোটি জেলা, উত্তর জেলা এবং ধলাই জেলার আনারস চাষীরা অংশগ্রহণ করে। এছাড়া এই উৎসব উপলক্ষে ইয়ং ডার্লং অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। উক্ত স্বেচ্ছায় রক্তদান শিবিরে একত্রিশজন স্বেচ্ছায় রক্তদান করে।
