ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল সেতু, নদীতে পড়ল একের পর এক গাড়ি, বাড়ছে মৃতের সংখ্যা!!

অনলাইন প্রতিনিধি :- ভদোদরায় মহিসাগর নদীর ওপর গম্ভীরা ব্রিজের বয়স ৪৫ বছর। নিত্যদিন ওই ব্রিজের ওপর দিয়ে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করে। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ আচমকাই ব্রিজের মাঝের অংশটি ভেঙে পড়ে। ব্রিজের উপর থাকা পাঁচটি গাড়ি হুড়মুড়িয়ে পড়ে যায় নদীতে। ১০ জন গাড়ির নীচে চাপা পড়েন। সেতুটি মাঝ বরাবর ভেঙে ঝুলছে। একটি ট্যাঙ্কার সেই ভাঙা অংশের মুখে ঝুলছে। যে কোনও মুহূর্তে ভেঙে নদীতে পড়তে পারে। উদ্ধারকাজ শুরু করে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। দমকলের বিশেষ মই উদ্ধারকার্যের জন্য ব্যবহার করা হয়েছে। ৭ জনের দেহ নদী থেকে উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নদীতে আরও কেউ ভেসে গিয়েছেন কিনা, তার খোঁজে তল্লাশি চলছে।