August 2, 2025

ফেলে দেওয়া প্লাস্টিক থেকে তৈরি হল ‘প্যারাসিটামল!!

 ফেলে দেওয়া প্লাস্টিক থেকে তৈরি হল ‘প্যারাসিটামল!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিক মানেই সেটি হল একটি ফেলে দেওয়ার বস্তু। প্লাস্টিক দিয়ে জীবনদায়ী কোনও কিছু তৈরি করা চটজলদি সম্ভব কতটা? এখানেই সামনে আসছে একটি যুগান্তকারী আবিষ্কার। সম্প্রতি গবেষণায় দেখা গিয়েছে, এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যাকে ব্যবহার করে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে তৈরি হতে পারে ওষুধ।
গবেষকরা সম্প্রতি ই-কোলাই নামের ব্যাকটেরিয়াকে একটি বিরাট কাজে ব্যবহার করেছেন। তারা এই ব্যাকটেরিয়ার সাহায্যে প্লাস্টিক বোতল তৈরি করেছেন। এরপর সেখান থেকে তারা প্যারাসিটামল যা জ্বরের অন্যতম ওষুধ বলে পরিচিত সেটি তৈরি করতে সক্ষম হয়েছেন। যদিও গোটা বিষয়টি ল্যাবরেটরিতে করা হয়েছে। তাও এই বিষয়টি সকলকে চমকে দিয়েছে।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই কাজটি করে দেখিয়েছেন। তারা জানিয়েছেন,এই প্রথম তারা প্রযুক্তির সাহায্যে রসায়নকে জীববিজ্ঞানের সঙ্গে যুক্ত করেছেন। ফলে সেখান থেকে তারা ই-কোলাই ব্যাকটেরিয়াকে ব্যবহার করে প্লাস্টিকের বোতল থেকে পেইনকিলার তৈরি করতে সক্ষম হয়েছেন।
বিখ্যাত ‘নেচার’ পত্রিকাতে প্রকাশিত এই খবরে গোটা বিশ্বজুড়ে হৈচৈ পড়ে গিয়েছে। দেখা গিয়েছে, যেভাবে এই কাজটি তারা করেছেন তাতে এটিকে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি বিরাট পদক্ষেপ বলা যেতেই পারে। পৃথিবীতে বহু প্লাস্টিকের বোতলকে কাজের পর ফেলে দেওয়া হয়। তবে সেখান থেকে এই ধরণের ওষুধ তৈরির কাজ এই প্রথমবার করা হল। অন্যদিকে ই-কোলাইয়ের মতো মারণ ব্যাকটেরিয়াকে যেভাবে তার শক্তি দিয়েই ওষুধ তৈরির কাজটি করানো হয়েছে তাতে সকলেই হতবাক হয়ে গিয়েছেন। ফলে এবার থেকে ফেলে দেওয়া প্লাস্টিক যে মানুষের উপকারে লাগতে পারে তার প্রমাণও মিলল। গবেষকরা দাবি করেছেন, ই-কোলাই দিয়ে তারা ২৪ ঘন্টার মধ্যেই ওষুধ তৈরি করতে পারছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *