ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
রথের শোভাযাত্রায় বেসামাল হাতি!!

অনলাইন প্রতিনিধি :-শহরের ১৪৮তম ঐতিহ্যবাহী রথযাত্রায় অন্যতম আকর্ষণ ছিল হাতির মিছিল। মোট ১৬টি হাতিকে আনা হয়েছিল। কিন্তু আচমকাই বেসামাল হয়ে পড়ে একটি হাতি। তারপর দে ছুট! মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভিড়ের মধ্যে হুড়োহুড়ি। প্রচুর লোকের প্রান অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। ঘটনাটি ঘটেছে আমদাবাদের খাদিয়া এলাকায়। ঘটনার পরে হাতিটিকে আলাদা করে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। পশু চিকিৎসক ও বিশেষজ্ঞদের দল তার শারীরিক ও মানসিক অবস্থা খতিয়ে দেখছে। কেন এমন আচরণ, তার কারণ জানতে তদন্ত শুরু করেছে রথযাত্রা কমিটি।