ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
বিমানের ডানায় খড়,ফের বিপদ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে!!

অনলাইন প্রতিনিধি :-বিপদ যেন পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার। এবার সামনে এল আরও এক বিপত্তির ঘটনা। ২৫ জুন মুম্বই-ব্যাংককগামী বিমানের ডানায় খড় লক্ষ্য করা যায়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট র্যাডার ডট কম-এর তথ্য, AI 2354, যা একটি Airbus A320Neo বিমান, যার সকাল ৭.৪৫ মিনিটে মুম্বাই বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে, ফ্লাইটটি প্রায় পাঁচ ঘণ্টা দেরি করে, দুপুর একটায় উড়ান শুরু করে। সমস্যা ধরা পড়ার পর, যাত্রীদের বিমান থেকে নেমে যেতে বলা হয়। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, সমস্যাটি সমাধানের পরেই বিমানটিকে চলাচলের জন্য ছাড়পত্র দেওয়া হয়। তবে আচমকা বিমানের ডানায় খড় কিভাবে এল? তা জানা যায়নি এখনও।