ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
আগরতলা-গুয়াহাটির উভয়দিকে, আচমকা অস্বাভাবিক বিমান ভাড়া, চরম দুর্ভোগে যাত্রী!!

অনলাইন প্রতিনিধি :-আসামের কাছাড় জেলায় একটি লোহার সেতু ভেঙে পড়ায় এবং আসামের ডিমাহাসাও জেলার পাহাড়ি রেলপথ বিপর্যস্ত হয়ে পড়ায় সড়ক ও রেলপথ কার্যত অবরুদ্ধ। তাতে রাজ্যের মানুষের বহি:রাজ্যে যাতায়াত মূলত নির্ভর হয়ে পড়েছে বিমানের উপর। ফলে আগরতলা-গুয়াহাটি রুটে যাতায়াতে বিমানের উপর প্রচণ্ড যাত্রী চাপ পড়েছে। বিমান সংস্থাগুলিও সেই সুযোগ হাতছাড়া করতে চাইছে না।লাগামছাড়া যাত্রীভাড়া নিচ্ছে।বৃহস্পতিবার গুয়াহাটি থেকে ইন্ডিগোর ১৮০ আসনের যে এয়ারবাসটি সরাসরি আগরতলা আসার কথা সেই এয়ারবাসে কোনও টিকিট নেই। সব টিকিট বুকিং (বিক্রি) হয়ে যাওয়ায় বুধবার দুপুরের পর ইন্ডিগোর এই বিমানের টিকিট কেই নিতে পারেননি। বৃহস্পতিবার গুয়াহাটি থেকে আকাশ এয়ারলাইন্সের একটি ১৭২ আসনের বোয়িং বিমান গুয়াহাটি থেকে সরাসরি আগরতলা আসবে। যদিও এই বিমানটি বেঙ্গালুরু থেকে ভায়া গুয়াহাটি হয়ে আসবে।আকাশের এই বিমানে বৃহস্পতিবারের জন্য আগরতলায় আসতে বুধবার সন্ধ্যায় যারা টিকিট নিয়েছেন প্রতি টিকিটে ১২,৮৭৫ টাকা করে দিতে হয়েছে। গুয়াহাটি থেকে বৃহস্পতিবার সরাসরি আগরতলায় আসতে আর কোনও বিমান না থাকায় ইন্ডিগোর ১৮০ আসনের একটি বিমানে গুয়াহাটি থেকে কলকাতায় এসে তারপর বিমান পরিবর্তন করে ইন্ডিগোরই অপর বিমানে আগরতলায় আসার সুযোগ থাকলেও এই বিমানের ভাড়াও চড়া। প্রায় দুই ঘন্টা পঁচিশ মিনিট কলকাতা বিমানবন্দরে অপেক্ষায় থাকার পর এই বিমানে আগরতলায় আসার সুযোগ মিলবে।ফলে ইন্ডিগোর এই লিঙ্ক বিমানে বৃহস্পতিবার আগরলায় আসতে বুধবার সন্ধ্যায় যারা টিকিট নিয়েছেন ১০,৫৬৪ টাকা ভাড়া দিয়েছেন। এদিকে, আবার আগরতলা থেকে সরাসরি বিমানে গুয়াহাটি যেতেও ভাড়া কেবল চড়ছে। আগরতলা থেকে বৃহস্পতিবার গুয়াহাটি যেতে বুধবার সন্ধ্যায় যারা টিকিট নিয়েছেন ইন্ডিগোর বিমানে ৪,৭৬৮ টাকা ভাড়া দিয়েছেন। আকাশার বৃহস্পতিবারের জন্য গুয়াহাটিগামী বিমানে বুধবার সন্ধ্যায় যারা টিকিট নিয়েছেন ৫,৫৫৯ টাকা ভাড়া দিয়েছেন। বিমানবন্দর ও বিমান সংস্থা সূত্রে জানা গেছে, সড়ক ও ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগরতলা-গুয়াহাটি রুটের উভয়দিকে যাতায়াতে বিমানের ভাড়া অর্থাৎ টিকিটের মূল্য ক্রমেই আরও প্রতি মুহূর্তে বেড়েই চলবে। সড়ক ও ট্রেন চলাচল আপাতত অবরুদ্ধ হয়ে থাকায় বহু মানুষ গুয়াহাটি ও আগরতলায় আটকে আছেন। তাতে যাত্রীর চাপ বিমানের উপর পড়ায় এবং এই রুটে বিমান উড়ানের স্বল্পতায় এখন যাতায়াতে রাজ্যের মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। এদিকে, গুয়াহাটি দিয়ে যাতায়াতে চরম বেহাল পরিস্থিতি দেখা দেওয়ায় আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতেও তার প্রভাব পড়ছে। বৃহস্পতিবার আগরতলা থেকে কলকাতায় যেতে পরিস্থিতি দেখে বিমান সংস্থাগুলিও ধীরে ধীরে টিকিটের মূল্য চড়ার দিকে নিচ্ছে বলে যাত্রীদের অভিযোগ। এদিকে, কাছাড় জেলায় লোহার সেতু ভেঙে যাওয়ার পর গত কদিন ধরে বিকল্প রাস্তায় শুধু হাল্কা যানবাহন যাতায়াত করছে।