ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
মাঝ আকাশে আতঙ্ক, অসুস্থ এয়ার ইন্ডিয়ার একাধিক যাত্রী ও কর্মী!!

অনলাইন প্রতিনিধি :-লন্ডন থেকে মুম্বইগামী একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইটে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন একাধিক যাত্রী ও কেবিন ক্রু। সোমবার দুপুরে হিথরো বিমানবন্দর থেকে রওনা হওয়া বোয়িং ৭৭৭ বিমানে এই ঘটনা ঘটে, যখন বিমানটি ছিল প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায়।
উড়ান চলাকালীন আচমকাই কয়েকজন যাত্রী এবং বিমানকর্মী শারীরিক অস্বস্তি অনুভব করেন। কারও মাথা ঘোরা, কারও শ্বাসকষ্ট, আবার কেউ বমি বমি ভাব নিয়ে ভুগছিলেন। এমনকি একজন কর্মী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান বলেও জানা গেছে। বিমানের মধ্যে এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তবে পাইলট এবং ক্রুদের দক্ষতায় বিমানটি নিরাপদে মুম্বই বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়। অবতরণের পরপরই চিকিৎসক দল বিমানে পৌঁছে যায় এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। সৌভাগ্যবশত, পরে জানা যায় অসুস্থদের সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন এবং গুরুতর কোনো শারীরিক ক্ষতি হয়নি।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। যদিও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যজনিত বিষক্রিয়া অথবা হাইপোক্সিয়া (অক্সিজেনের ঘাটতি) এই অসুস্থতার কারণ হতে পারে। তাছাড়া, কেবিনের চাপ পরিবর্তনের কারণেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞদের মত। যদি খাবারই সমস্যা হয়ে থাকে, তবে ঠিক কোন খাদ্য আইটেম এর উৎস, তাও যাচাই করা হচ্ছে।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলছে না কর্তৃপক্ষ। তবে মাঝ আকাশে যাত্রীদের এই অভিজ্ঞতা নিঃসন্দেহে যথেষ্ট উদ্বেগজনক।