ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
CDAC গুৱাহাটী-র উদ্যোগে HPC ও AI-তে সরকারী বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স, আবেদনের শেষ তারিখ ২৬শে জুন

গুৱাহাটী, ২০২৫: ভারতের তথ্যপ্রযুক্তি দপ্তরের (MeitY) অধীনে কাজ করা কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠান CDAC (Centre for Development of Advanced Computing) এবার গুৱাহাটী কেন্দ্র থেকে শুরু করছে একটি বিশেষ সরকারি প্রশিক্ষণ কর্মসূচি — “Advanced Certificate Course in High Performance Computing & Artificial Intelligence (HPC-AI)”। এই কোর্সটি ভারতের জাতীয় সুপারকম্পিউটিং মিশন (NSM)-এর অংশ এবং এর মূল উদ্দেশ্য হলো দেশের যুবসমাজকে আধুনিক প্রযুক্তি যেমন HPC, AI, Machine Learning-এর ক্ষেত্রে দক্ষ করে তোলা।
কোর্সের বৈশিষ্ট্য:
এই কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শিখবে লিনাক্স, শেল স্ক্রিপ্টিং, HPC আর্কিটেকচার, পাইথন, ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, CUDA, OpenCL, Power BI-র মতো বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে এবং SC/ST/EWS/মহিলা প্রার্থীদের জন্য প্রতি মাসে ₹১০,০০০ স্টাইপেন্ড-এর ব্যবস্থাও রয়েছে।
যোগ্যতা ও আবেদন পদ্ধতি:
এই কোর্সে আবেদন করতে পারবেন B.E./B.Tech./B.Sc./BCA/MCA/M.Sc./M.Tech (সকল শাখা)-র প্রার্থীরা, যাঁদের ন্যূনতম ৬০% নম্বর রয়েছে (SC/ST প্রার্থীদের জন্য ৫% ছাড়)। বয়সসীমা ৩০ বছর, তবে SC/ST প্রার্থীদের জন্য ৫ বছরের ছাড় রয়েছে।
আবেদনের শেষ তারিখ: ২৬শে জুন, ২০২৫
কোর্স চলবে: ১৪ই জুলাই থেকে ৩১শে ডিসেম্বর, ২০২৫
প্রশিক্ষণ স্থান: CDAC গুৱাহাটী সহ অন্যান্য জাতীয় কেন্দ্র
রেজিস্ট্রেশনের লিংক:
https://c-huk.cdacb.in/cbp_register.php
CDAC গুৱাহাটীৰ এই উদ্যোগ শুধু শিক্ষার্থীদেরই নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নেও বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।