ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
১১৭ টি রেল স্টেশনে ‘প্যানিক’ বোতাম প্রতিস্থাপন!!

অনলাইন প্রতিনিধি :- মুম্বইয়ের মর্মান্তিক লোকাল ট্রেন দুর্ঘটনার পর, সেন্ট্রাল রেলওয়ে বিভাগের ১১৭ টি স্টেশনে প্যানিক বোতাম বসিয়ে বড় নিরাপত্তা উদ্যোগ নিয়েছে রেল। এই পদক্ষেপের উদ্দেশ্য হল, দুর্দশাগ্রস্ত যাত্রীদের সময়মতো সাহায্য নিশ্চিত করা। প্রসঙ্গত, সম্প্রতি মুম্বইয়ে চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে পাঁচজন যাত্রীর মৃত্যু হয় ৷ আটজন গুরুতর জখম হয়েছিলেন ৷ প্যানিক বোতামটি জরুরি অ্যালার্মের মতো কাজ করে। একবার একজন যাত্রী বোতামটি চাপলে, RPF নিয়ন্ত্রণ কক্ষ এবং স্টেশন কর্মীদের কাছে একটি সতর্কতা পাঠানো হয়। CCTV-র মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজনে প্রথমিক সাহায্য পাঠানো হয়।রেল আধিকারিকরা মনে করছেন, এই উদ্যোগ কেবল নিরাপত্তা বৃদ্ধি করে মহিলা এবং অন্যান্য যাত্রীদের জন্যই উপকারী হবে না, বরং রেলওয়ে চত্বরে অপরাধের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধক হিসেবেও কাজ করবে।