ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
রাজ্য ক্রিকেটে নজিরবিহীন কাণ্ড,গভীর রাতে দখল করে নেওয়া হলো গণ্ডাছড়া ক্রিকেট সংস্থা!!

অনলাইন প্রতিনিধি :- গণ্ডাছড়ায় ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা গভীর রাতে তালা ভেঙে অ্যাসোসিয়েশনের অফিস ঘর ও ক্রিকেট মাঠ দখল করে নিয়েছে। ২০১৮ সালে বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই গণ্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে নানা অভিযোগ উঠছিল। বুধবার রাত আনুমানিক দশটায় গণ্ডাছড়া মহকুমার ত্রিশ কার্ড এলাকার গণ্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন অফিসে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা তালা ভেঙে প্রবেশ করে অফিস রুমটি দখল করে নেয়। এ সময় রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং তিপ্রা মথা দলের মহকুমা সভাপতি ধনঞ্জয় ত্রিপুরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ধনঞ্জয় ত্রিপুরা জানান, ২০২২ সাল থেকে তার নাম গণ্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটিতে থাকলেও তিনি এ বিষয়ে অবগত ছিলেন না এবং কোনও মিটিংয়েও ডাক পাননি। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান কমিটিতে মহকুমার বাইরের লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে তিনি এসব বিষয় জানতে পারেন। এরপর তিনি গণ্ডাছড়া ফিরে এসে অ্যাসাসিয়েশনের সম্পাদকের সঙ্গে আলোচনা করতে চাইলে সম্পাদক তাতে রাজি হননি।
প্রাক্তন বিধায়ক জানান,ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রতি বছর গণ্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনকে উন্নয়নমূলক কাজের জন্য প্রচুর অর্থ বরাদ্দ করে। কিন্তু সেই অর্থ দিয়ে কোনও উন্নয়নমূলক কাজ করা হয়নি এবং এখন পর্যন্ত কোনও অডিট রিপোর্টও নেই। খেলা চলাকালীন স্থানীয় যুবকদের দিয়ে কাজ করিয়ে তাদের পাওনা পরিশোধ করা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি কমিটি গণ্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠ পরিদর্শনে এসে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছে। অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে কোনও ফাইল, রেজিস্টার বা অফিসিয়াল সামগ্রী নেই বলেও জানা গেছে। ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা এবং প্রাক্তন বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে সমগ্র মহকুমার বিভিন্ন ক্লাবের সভাপতি ও সম্পাদকদের নিয়ে একটি সভা আয়োজন করা হবে। এরপর গণ্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে জানানো হবে। বুধবার রাতেই এ ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে গণ্ডাছড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।