August 2, 2025

পুষ্পক এক্সপ্রেস থেকে পড়ে ৫ যাত্রীর মৃত্যু!!

 পুষ্পক এক্সপ্রেস থেকে পড়ে ৫ যাত্রীর মৃত্যু!!

অনলাইন প্রতিনিধি :-মুম্বই-লখনউগামী পুষ্পক এক্সপ্রেস থেকে ছিটকে ট্রাকের উপর পড়ে যায় ৫ যাত্রী। ফলে সাথে সাথেই মৃত্যু হয় পাঁচ যাত্রীর। আহত হয় হয়েছে প্রচুর। জানা যায়, ট্রেনে অতিরিক্ত ভিড়ের ফলে যাত্রীরা দরজায় ঝুলছিল। দিভা এবং কোপার স্টেশনের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *