ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
৪০০ ড্রোন ও ৪০ মিসাইল ছুড়ল রাশিয়া ইউক্রেনকে!!

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার রাতভর ইউক্রেনের একাধিক শহরে ৪০০-র বেশি ড্রোন এবং অন্তত ৪০ মিসাইলের মাধ্যমে ইউক্রেনের ৯টি এলাকায় হামলা করেছে রাশিয়ার সেনা। এই হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন প্রায় ৮০ জন।শুক্রবার রাত থেকে ইউক্রেনের বিভিন্ন প্রান্তে ঝাঁকে ঝাঁকে উড়ে আসা রাশিয়ার ড্রোনের আঘাতে কিভে তিন জন দমকলকর্মী, চেরনিহিভে এক ব্যক্তি এবং লুৎস্কে দুই নাগরিকের মৃত্যু হয়েছে। একাধিক বহুতলেও আঘাত এনেছে রাশিয়ার পাঠানো হামলাকারী ড্রোন।