August 2, 2025

জাতীয় সড়কে জরুরি অবতরণ হেলিকপ্টারের বরাত জোরে বাঁচলেন ছয় পুণ্যার্থী!!

 জাতীয় সড়কে জরুরি অবতরণ হেলিকপ্টারের বরাত জোরে বাঁচলেন ছয় পুণ্যার্থী!!

অনলাইন প্রতিনিধি :-কেদারনাথ যাওয়ার পথে ঘটল বিপত্তি। ছয়জন পুণ্যার্থী নিয়ে কেদারনাথ যাওয়ার পথে রাজপথেই জরুরি অবতরণ করল একটি হেলিকপ্টার। শনিবার, গুপ্তকাশির জাতীয় সড়কে অবতরণ করে ওই হেলিকপ্টারটি। তবে কপ্টারে থাকা প্রত্যেক যাত্রীই সুস্থ রয়েছেন বলে খবর।
সূত্রের খবর, ওই হেলিকপ্টার কেসট্রোল এভিয়েশন দ্বারা পরিচালিত। শনিবার ১২টা ৫২-তে বাদাসাউ হেলিপ্যাড থেকে উড়ান শুরু করেছিল এই কপ্টারটি। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দফতরের পক্ষ থেকে জাননাো হয়, ‘এডবলু১১৯ হেলিকপ্টার’ টেকঅফ করার পরেই যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া যায়। বিমানের নিয়ন্ত্রণে সমস্যা হয় বলে জানান বিমানের পাইলট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *