August 2, 2025

ঈদের দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় মৃত্যু ৪২ ফিলিস্তিনির!

 ঈদের দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় মৃত্যু ৪২ ফিলিস্তিনির!

অনলাইন প্রতিনিধি :-পবিত্র ঈদুল আজহার দিনেও থেমে থাকল না গাজার মৃত্যমিছিল। স্থানীয় চিকিৎসা সূত্রের দাবী, ঈদের দিন অর্থাৎ শনিবার সকালে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ জন ফিলিস্তিনি।একই সঙ্গে গাজায় ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা একটি মার্কিন-সমর্থিত প্রতিষ্ঠান জানিয়েছে, নিরাপত্তর কারণেই তাদের সমস্ত ত্রাণকেন্দ্র বন্ধ রাখা হয়েছে। ফলে ঈদের দিনের জন্য নির্ধারিত খাবার তারা বিতরণ করতে পারল না। খান ইউনূসের নাসের হাসপাতালে অন্তত ১৬টি মরদেহ পৌঁছেছে। এছাড়া গাজার উত্তরের আল-শিফা হাসপাতালে ১৬ জন, গাজা শহরের আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ৫জনের এবং দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে আরও ৫ জনের মৃতদেহ আনা হয়েছে। গত বৃহস্পতিবার আল-আহলি হাসপাতালে ইসরায়েলি হামলায় গুরুত্বর আহত হয়েছিলেন এক সাংবাদিক। শুক্রবার এই সাংবাদিক মৃত্যুর কোলে ঢলে পড়েন ।গাজার সরকারি মিডিয়া অফিস সুত্রে খবর, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় এখনো পর্যন্ত ২২৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *