August 2, 2025

অসুস্থ চিন্ময় কৃষ্ণের জামিন ফের নাকচ করলো আদালত!!

 অসুস্থ চিন্ময় কৃষ্ণের জামিন ফের নাকচ করলো আদালত!!

অনলাইন প্রতিনিধি :-চট্টগ্রামে পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন আবার নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে শুনানিশেষে এ আদেশ দেন চট্টগ্রামের প্রথম মহানগর হাকিম আবু বরক সিদ্দিক। আদালতের সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আসামি চিন্ময় কৃষ্ণের পক্ষে তার আইনজীবী আলিফ হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় জামিনের আবেদন করেছিলেন। শুনানিশেষে আদালত সবগুলো মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেছেন।এই পাঁচটি মামলা হলো- আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা এবং গত বছরের ২৬ নভেম্বরের ঘটনায় ভাঙচুর-হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের করা তিনটি এবং আলিফের ভাই খানে আলমের করা আরেকটি মামলা। সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আজ হত্যা মামলায় জামিন আবেদনের শুনানির ধার্য দিন ছিল। অন্য চার মামলায় বিশেষ জামিন আবেদন করা হয়। সবগুলোর মামলার শুনানি হয়েছে।রাষ্ট্র পক্ষে আমরা জামিনের বিরোধিতা করেছি।গত বছর ২৬ নভেম্বরের ঘটনায় পুলিশের তিনটি মামলায় এবং আইনজীবী আলিফের ভাইয়ের দায়ের একটি মামলায় ৬ মে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় আদালত। এর আগের দিন আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার দেখানোর আদেশ আসে। চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, পাঁচটি মামলায় উনাকে (চিন্ময়) গ্রেপ্তার দেখিয়েছে। পাঁচটা মামলায় উনার কোনো সম্পৃক্ততা ছিল না। উনি পুলিশ কাস্টডিতে ছিলেন। মহামান্য হাইকোর্ট যখন অন্য মামলায় উনার রুল অ্যাবসুলিউট করেছেন, একটি রাষ্ট্রদ্রোহ মামলায় এর একদিন পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। যেটা মেলাফাইড ইনটেনশন। যেখানে উনার কোনো অভিযুক্ততা নাই। আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, উনি চরমভাবে অসুস্থ। আমি কোর্টকে বলেছি, উনি লিভার সিরোসিসে আক্রান্ত। এখন উনার ট্রিটমেন্ট দরকার। এজন্য একটা দরখাস্ত দেওয়া আছে। আদালত শুনানিশেষে জামিন আবেদন নামঞ্জুর করেছেন।অবশ্যই আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব।মাননীয় মেট্রো সেশন কোর্টে আমরা জামিন আবেদন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *