August 2, 2025

পাকিস্তানের জেল থেকে পালালো ২০০ জেলবন্দী!!

 পাকিস্তানের জেল থেকে পালালো ২০০ জেলবন্দী!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের করাচিতে মালির কারাগার থেকে ২১৬ জন কারাবন্দি কয়েদি পালিয়ে গেছে। ঘটনাটি ঘটে সোমবার রাতে। ভূমিকম্পের সময় নিরাপত্তার কারনেই ৪ ও ৫ নম্বর সার্কেলের বন্দিদের ব্যারাক থেকে বের করে আনা হয়েছিল।২৪ ঘণ্টার মধ্যে ৩.২ থেকে ৩.৬ মাত্রার তিনটি ভূমিকম্প করাচিতে আঘাত হানে। এর উৎস ছিল শহরের পূর্বাঞ্চলের লান্ধি ফল্ট অঞ্চল। ভূমিকম্পে কারাগারের দেয়াল ভেঙে পড়ে। ফলে, পরিস্থিতি অচিরেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিভ্রান্তি এবং সুযোগের সদ্ব্যবহার করে তারা প্রহরীদের উপর হামলা চালায় এবং জোর করে প্রহরীদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালাতে শুরু করে। গুলিবর্ষণে একজন বন্দি নিহত হয় এবং ৩ জন ফ্রন্টিয়ার কর্পস সদস্য ও ১ জন জেল প্রহরী আহত হন।
প্রাথমিক রিপোর্টে জানা গেছিল বন্দিরা প্রধান ফটক দিয়েই পালিয়েছে। পরে নিশ্চিত করা হয় জেলের পাশে একটি দেয়াল ভেঙে পড়ার সুযোগকেই কাজে লাগিয়ে পালিয়েছে। পলাতক ২১৬ জন বন্দির মধ্যে কয়েক ঘণ্টার ব্যাবধানে ৮০ জনকে পুনরায় আটক করা সম্ভব হলেও ১৩৫ জন পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *