লিভারপুলের ট্রফিজয়ের উৎসবে ৫০জনকে ধাক্কা বেপরোয়া গাড়ির!

অনলাইন প্রতিনিধি :-আনন্দ-উৎসবের মাঝেই ভয়ঙ্কর দুর্ঘটনা লিভারপুলে। সম্প্রতি লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে। রাস্তা জুড়ে টিমবাসের প্যারেডের সঙ্গে উদযাপন করছিলেন সমর্থকরা। মিছিল চলাকালীন আচমকা দ্রুত গতিতে একটি গাড়ি এসে পরপর ৫০ জনকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় চার শিশু-সহ অন্তত ৪৭ জন আহত হয়েছেন। সোমবার ঘটনাটি ঘটে ব্রিটেনের লিভারপুল শহরের ওয়াটার স্ট্রিটে। পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে চারজন সমর্থককে গাড়ির নিচ থেকে উদ্ধার করে। ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।