গাছের সাথে বেধে বেধড়ক মার উড়িষ্যার সাংবাদিককে!!

অনলাইন প্রতিনিধি :-দুর্নিতি করছে ঠিকাদার সংস্থা!নিয়ম না-মেনেই তৈরি হচ্ছে
পাঁচিল। শনিবার সেই খবরই করতেই গেছিলেন সাংবাদিক বিজয় প্রধান। সেখানে গ্রামবাসীদের কয়েক জনের সঙ্গে কথা বলছিলেন তিনি। ছবিও তুলছিলেন। হঠাৎ করেই কয়েক জন তাঁকে বাধা দেন। কেড়ে নেওয়া হয় বিজয়ের মোবাইল ফোন, মাইক্রোফোন এবং আনুষঙ্গিক জিনিসপত্র।
গাছের সাথে বেঁধে ফেলা হয় উনাকে।চলে মারধর। অভিযোগ, ওই সাংবাদিককে লাথি, কিল, চড় মারা হয়। পরে অচেতন অবস্থায় সাংবাদিককে উদ্ধার করা হয়। ওড়িশার বোলাঙ্গিরের এই ঘটনায় এক নাবালক-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।