প্রধানমন্ত্রীর হাতে ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার ১০৩টি অমৃত ভারত রেলওয়ে স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তালিকায় রয়েছে বাংলার তিনটি স্টেশন । সেগুলি হল জয়চণ্ডী পাহাড়, কল্যাণী ঘোষপাড়া এবং পানাগড়।
যে রাজ্যেগুলো থেকে সর্বাধিক অমৃত ভারত স্টেশনের উদ্বোধন হবে, তার মধ্যে প্রথম তিনটিই বিজেপি শাসিত। উত্তরপ্রদেশ (১৯), গুজরাত (১৮) এবং মহারাষ্ট্র (১৫)। এই তিনটি এবং পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলি হল তামিলনাড়ু (৯), রাজস্থান (৮), মধ্যপ্রদেশ (৬), কর্ণাটক (৫), ছত্তিসগড় (৫), তেলেঙ্গানা (৩), ঝাড়খণ্ড (৩), বিহার (২), কেরল (২)। হরিয়ানা, হিমাচল প্রদেশ, অসম, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতে একটি করে অমৃত ভারত স্টেশনের উদ্বোধন হবে আজ।
রেলমন্ত্রক জানিয়েছে, এর ফলে রেল স্টেশনগুলিকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে। এর ফলে উপকৃত হবেন রেলযাত্রীরা।এক ছাদের তলাতেই যাবতীয় পরিষেবা পাবেন রেল যাত্রীরা। প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে এই ১০৩টি স্টেশনের সার্বিক মানোন্নয়ন করা হয়েছে।