ড্রোন আতঙ্ক গঙ্গাসাগরে!!

অনলাইন প্রতিনিধি :-ফের আকাশে ড্রোনের আনাগোনা। কলকাতায় সন্দেহজনক ড্রোন দেখা যাওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই ফের গঙ্গাসাগরে বুধবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকার আকাশে একাধিক রহস্যময় আলো জ্বলতে নিভতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ স্থানীয়দের সকলের অনুমান, সেগুলি ড্রোন হতে পারে ৷ গঙ্গাসাগর, মৌসুনী, বকখালি ও ফ্রেজারগঞ্জ উপকূলে রাতের আকাশে এই রহস্যময় আলো দেখা গিয়েছে ৷ স্থানীয়দের দাবি, আনুমানিক বারোটা নাগাদ রাতের আকাশে হঠাৎই বিভিন্ন রঙের আলোর গতিবিধি চোখে পড়ে ।