August 3, 2025

ইউনূসের বিরুদ্ধে রাজপথে ছাত্রছাত্রীরা!!

 ইউনূসের বিরুদ্ধে রাজপথে ছাত্রছাত্রীরা!!

অনলাইন প্রতিনিধি:-ফের পথে নামলেন বাংলাদেশের পড়ুয়ারা। পুনরাবৃত্তি হল আট মাস আগের ছবি। যেমন ভাবে হাসিনার বিরুদ্ধে একটু একটু করে জনরোষ তৈরি করে, তাঁকে গদিচ্যুত করেছিলেন পড়ুয়ারা। ঠিক আবার সেই একই রকমের আন্দোলনের ছাঁচ তৈরি হয়ে গেল বাংলাদেশে। সূত্রে খবর, পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে আরও তিন দফা দাবি-সহ রাজপথে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।তাদের দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের জন্য আবাসন বা হস্টেল ব্যবস্থা যতক্ষণ না নিশ্চিত করা হচ্ছে ততক্ষন ৭০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন বৃত্তি বা বাইরের কোনও হোস্টেলে থাকার জন্য ন্যূনত্তম সহায়ক খরচ প্রদান করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেটকে কাটছাঁট না করেই অনুমোদন দেওয়া।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির আওতাধীন একনেক সভায় অনুমোদন করে তা অগ্রাধীকার প্রকল্পের আওতায় এনে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
বুধবার থেকে ছড়িয়েছে উত্তেজনার পারদ।বুধবার নিজেদের তিন দফা দাবি নিয়ে মিছিল শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বুধবার রাতে ক্যাম্পাস থেকে সরাসরি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের দিকে মিছিল করে যেতে থাকলে বাধে বিপত্তি। মিছিল শুরুর মিনিট খানেকের মধ্যে তা ছত্রভঙ্গ করে বাংলাদেশ পুলিশ। চলে লাঠিচার্জ, ছোড়া হয় কাঁদানে গ্যাস। আহত হয় পঞ্চাশ জনের পড়ুয়া। রাতভর চলে আন্দোলন। অবশেষে ঢাকার কাকরাইল মোড়ে বিক্ষোভ অবস্থান করে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পথে আন্দোলনে যোগ দিয়েছে শতাধিক পড়ুয়ারা। বন্ধ হয়েছে যানবাহন। কাকরাইল মোড়ে ছাত্র বিক্ষোভে বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। মিছিল শুরুর মিনিট খানেকের মধ্যে তা ছত্রভঙ্গ করে বাংলাদেশ পুলিশ। চলে লাঠিচার্জ, ছোড়া হয় কাঁদানে গ্যাস। আহত হয় পঞ্চাশ জনের পড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *