রাজ্যে পরিকল্পিত বিদ্যুৎ নাশকতায়, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কঠোর বার্তা বিদ্যুৎমন্ত্রীর!!
২০ দিন পর মুক্তি পেলেন ভারতীয় বিএসএফ জওয়ান!!

অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। ভারত-পাক অশান্তির আবহে তাঁকে গ্রেফতার করেছিল পাকিস্তানি রেঞ্জার্স। পূর্ণমের পাক সেনার হাতে বন্দি নিয়ে গোটা দেশ দুশ্চিন্তায় ছিল। সোমবার দু’দেশের সংঘর্ষ বিরতির পরে পূর্ণমের দেশে ফেরা নিয়ে ফের আশার আলো দেখতে শুরু করে দেশবাসী। বিএসএফের ১৮২ নং ব্যাটেলিয়নের সদস্য কনস্টেবল পিকে সাউ ঘটনার ২০দিন পর বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন ওই জওয়ান।